বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২০২১ - ১৬:১৬
সম্মানীয় সর্বোচ্চ নেতা  সৈয়দ আলী খামেনেঈ(দা:)

হাওজা / যে পবিত্র ক্ষনে তৈয়েবার চাঁদ প্রস্ফুটিত হয়েছিল সেই হৃদয়গ্রাহী সময়কে জানাই শতকোটি সালাম

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, যে পবিত্র ক্ষনে তৈয়েবার চাঁদ প্রস্ফুটিত হয়েছিল
 
সেই হৃদয়গ্রাহী সময়কে জানাই শতকোটি সালাম

 মহানবী (সা.)-এর বরকতময় জন্ম প্রকৃতপক্ষে কুফর, শিরক ও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত বিশ্বের জন্য পথপ্রদর্শনের আলোকবর্তিকা। আপনার (স:) পবিত্র নূরের বরকতে এ বিশ্ব আলোকিত হয়েছিল। মহান আল্লাহ নবীপাক (স:)-কে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবী করীম (সঃ)-এর পবিত্র নূরের বরকতে মানব সমাজ উজ্জীবিত হয়েছে।
  
সম্মানীয় সর্বোচ্চ নেতা
 সৈয়দ আলী খামেনেঈ(দা:)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha